আমি মোঃ বাঁধন। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি।সাইকেল চালাতে আমার খুবই ভাল লাগে।তাই আমি সিদ্ধান্ত নিই একটি সাইকেল কেনার যা যাত্রা পথে আমার সময় বাচাবে।বাজারে কিছু দিন ঘুরে সকল ব্র্যন্ড এর সাইকেলের দাম বিবেচনা করে আমার কাছে ফনিক্স ব্র্যন্ড এর সাইকেলের দাম কিছুটা কম মনে হয় তাই আমি ফনিক্স সাইকেল ক্রয় করি যার বয়স এখন মাত্র দুই মাস। ইতি মধ্যেই আমি বেশ কিছু ভালো ও মন্দ দিক খুজে পেয়েছি । সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
প্রথমত ভালো দিক গুলো হচ্ছেঃ-
-সাইকেলটি চালিয়ে আরাম, কন্ট্রোল অনেক ভালো ।
-গিয়ার গুলো সুন্দর কাজ করে ।
-সিটিং পজিশন খুব আরামদায়ক।
খারাপ দিক সমুহঃ-
-সাসপেন্সান ভালো না ।
-পিছনের ব্রেক কম কাজ করে ।
ফনিক্স টরনাডো সাইকেলটি কেনার পেছনে আমার মূল কারণ ছিলো সাইকেলটির আকর্ষনীয় লুক।
গিয়ার শিফটিং খুবই ভাল তবে সাসপেন্সান খুব ভাল মনে হয় নি আমার কাছে ।সামনের ব্রেক ভাল কাজ করে সেই তুলনাই পেছনের ব্রেক তেমন কাজ করে না। টায়ার ও সিটিং পজিশন আমার কাছে খুব ভাল লেগেছে।
এখন পর্যন্ত এই ছিল এই ছিল আমার ফনিক্স টরনাডো সাইকেলটির সাথে দুই মাস চালানোর অভিজ্ঞতা।