Published: 2020-10-14 Views: 2797

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ধর্ষণ বিরোধী সাইকেল র‍্যালী

anti-rape-bicycle-rally-held-in-rajshahi.jpg
ধর্ষনের বিরুদ্ধে রুখে দাড়াতে সারাদেশ ব্যাপি ছাত্র-ছাত্রী ও তরুণ সমাজেরা এগিয়ে এসেছে আন্দোলনে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ছাত্র ছাত্রীদের এই আন্দোলন ফুটে উঠেছে। তাদের একটাই চাওয়া এই দেশ থেকে ধর্ষনের মতো কলঙ্ক দূর হোক ও ধর্ষকের উপযুক্ত শাস্তির বিধান হোক। এই দাবীতে রাজশাহী জেলার তরুনেরাও পিছিয়ে নেই। তবে তাদের আন্দোলনে একটু ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে।
1602656842_CYCLE_RALLY_NEWS_1.jpg
গত ১০ই অক্টোবর রাজশাহীর কিছু সাইকেলিস্টদের আয়োজনে ছাত্র- ছাত্রী সহ প্রায় সকল পেশার মানুষ সাইকেল চালিয়ে এই ধর্ষন নামক কলঙ্কের প্রতিবাদ জানায়। তাদের একটাই দাবী স্বাধীন দেশ হতে ধর্ষন দূর করা ও ধর্ষকের উপযুক্ত শাস্তির আইন পাশ করা। রাজশাহীর জনপ্রিয় সাইকেলিং গ্রুপ, ইন্সেন রাইডারস, জিরো পয়েন্ট গ্র্যাভিটি রাইডারস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সাইকেল চালিয়ে এই র্যা লিতে অংশ গ্রহন করে। র্যা লিটি রেলগেট থেকে শুরু হয়ে তালামারী ঘুরে সি এ্যান্ড বি মোড়ে এসে শেষ হয়।
1602656911_CYCLE_RALLY_NEWS_2.jpg

এর আগে মাদকের বিরুদ্ধেও সাইকেল র‍্যালী মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে। এরকম বিভিন্ন সামাজিক কর্মসুচিতে তারা অংশগ্রহন করে থাকে।

New Added Bicycles