Published: 2018-10-07 Views: 8682

সারাসেন মান্ত্রা প্রো বাইসাইকেল রিভিউ - শাবু আনোয়ার


1599982729_Saracen-Mantra-Pro-user-review-by-Shabu-Anower.jpg
বাইসাইকেলের প্রতি ভালোলাগা ছিলো সেই ছোটকাল থেকেই। সময় এবং প্রয়োজনের ভিন্নতা না থাকায় দীর্ঘ সময় সাইকেলের ব্যবহার না হলেও নিজের ফিটনেস এবং নিজ এলাকায় সহজ যাতায়াতের প্রয়োজন থেকেই একটি সাইকেল কেনার ইচ্ছে জাগে। সাইকেলের জন্য আমি বিভিন্ন শোরুমগুলো ঘুরে ঘুরে বিভিন্ন মডেল দেখতে থাকি। গুলশানে অবস্থিত “সাইকেল লাইফ”এ সারাসেন মান্ত্রা প্রো সাইকেলটি দেখে আমার খুব ভালো লেগে যায়। আমি আর দ্বিতীয়বার চিন্তা না করেই সাইকেলটি কিনে ফেলি। ঘটনাটি ২৭শে জুন ২০১৬ সালের ঘটনা।


Saracen-Mantra-Pro-user-review-by-Shabu-Anower

বিগত ২বছরেরও বেশি সময় ধরে সাইকেলটি ব্যবহার করে যে সুবিধাগুলো আমার চোখে পড়েছে তার মধ্যে অন্যতম হলো-
- অসাধারন ডিজাইন, এক দেখাতেই ভালো লেগে যায়
- আরামদায়ক হ্যান্ডেল
- চমৎকার কন্ট্রোল
- শক্তিশালী ব্রেকিং
- রিম সাইজ ২৯ হওয়াতে সাইকেলটি কিছুটা উচু ফলে স্পীডব্রেকারে প্যাডেল বেধে যায় না

আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি বাজেটে সমস্যা না হয় তাহলে আগ্রহীরা এই মডেলটি কিনে ব্যবহার করতে পারেন। ডিজাইন এবং পারফরমেন্সে হতাশ করবে না বলেই আমার বিশ্বাস।

সহজ যাতায়াতের জন্য যেমন বাইসাকেল খুবই কাজের জিনিস তেমনি সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সাইকেল ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। অল্প দুরুত্বে যাতায়াতের জন্য রিক্সা বা অন্য বাহনের চেয়ে সাইকেল ব্যবহার করাই ভালো।

হ্যাপী সাইক্লিং!

New Added Bicycles