স্কুল লাইফ থেকেই নতুন কিছু শেখা ও জানার প্রবল ইচ্ছা ছিলো আমার , তাই স্কুলের যাবতীয় কর্মকান্ডে আমি অংশগ্রহন করতাম। সেই সময় সাইকেল স্টান্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছিল আমাদের বয়সী ছেলে মেয়দের মধ্যে। তাই আমি ও আমার ক্লাসমেটর সবাই মিলে ইন্সেন রাইডারস নামক একটি সাইক্লিং গ্রুপ প্রতিষ্ঠিত করি। তখন থেকেই মুলত আমার সাইকেল রাইডিং এর সখ জেগে উঠে। আমার প্রথম সাইকেল টি ছিলো রাইডিং এর জন্যে একটি সাইকেল আমি বেশ কয়েক মাস এই সাইকেল এ যাতায়াত করেছিলাম, স্কুলে যাতায়াত সহ বেশ কয়েকটা সাইকেল টুর ও দিয়েছিলাম। তার মধ্যে পুঠিয়া টুর টি ছিলো অন্যতম। কিছুদিন পর আমার সাইকেল স্টান্ট এর প্রতি সখ জাগে। তাই স্টান্ট এর উপযোগী একটি সাইকেল ভেলোস লিজিয়ন সিক্সটি ক্রয় করি। আমার সাইকেল্টি কেনা প্রায় ৩ বছর হয়েছে। আমি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এই সাইকেলটি রাইড করে। এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এছড়াও সাইকেলটির কিছু ভালো ও মন্দ দিক আপনাদের মাঝে তুলে ধরব ।
ভালো দিক সমুহ ঃ-
-হাইড্রলিক ব্রেক খুব ভালো ।
-ফ্রেম মজবুত ও নিচু ছিলো তাই স্টান্ট করতে সুবিধা হয় ।
-সাস্পেন্সান খুব ভালো ।
-দেখতে সুন্দর ,স্টিকারিং কম্বিনেশন খুব আকর্ষনীয় লাগে আমার কাছে ।
মন্দ দিক সমুহ ঃ-
-সিট অনেক শক্ত
ভেলোস লিজিয়ন সিক্সটি এই সাইকেলটি কেনার পেছনে আমার মূল কারণ ছিলো সাইকেলটির প্রতিটি অংশ খুবকার্যকরী ছিলো।
সাইকেলের গিয়ার শিফটিং ভাল, কার্যকরি ভুমিকা পালন করে। ভেলসের সাস্পেন্সান সব সময় ভালো ।এক্স সি এম এর সাস্পেন্সান দিয়েছে তারা । সাইকেলেরসাথে যে অয়েল ব্রেক টি দিয়েছিলো সেটি ছিলো দারুন । অইল ব্রেক হওয়ায় ব্রেক করলেই চাকা লক হয়ে যায়না । তবে সিটিং পজিশন নিয়ে একটু সমস্যা থেকে গেছে আমার কারন সিট অনেক শক্ত মনে হয়েছে আমার কাছে । তবে এই সাইকেল নিয়ে স্টান্ট করে অনেক মজা পাওয়া যায়। হাল্কা ও শক্ত পোক্ত একটি সাইকেল সবার জন্যেই সাইকেলটি অনেক উপোযোগী একটি বাহক বলে আমার মনে হয়।